৩৫ পয়সার বিমায় ১০ লক্ষ কভারেজ, রেলে আছে সুযোগ

ইন্টারনেটে লক্ষ-লক্ষ যাত্রী টিকিট বুকিং করেন, তাদের জন্য আছে বিমার পরিষেবা৷

০.৩৫ পয়সার বিনিময়ে একজন যাত্রী টিকিট কাটার সময়ই এই বিমার আবেদন করতে পারেন৷

বালাসোরের দুর্ঘটনার পর এই বিষয়টি ক্রমে প্রকাশ্যে এসেছে, বিমার কতটা প্রয়োজন৷

সেই কারণেই আইআরসিটি-এর পক্ষ থেকে এই ধরনের বিমার পরিষেবা নেওয়ার জন্য আবেদন করা হচ্ছে৷

যাঁরা যাঁরা এখানে যাত্রা করতে চাইছেন, তাঁরা সকলেই এই বিমার জন্য আবেদন করতে পারবেন৷

কী কী পরিষেবা পাবেন এ ক্ষেত্রে যাত্রী৷ ১০ লক্ষ টাকা বিমা পাবেন অ্যাক্সিডেন্টাল মৃত্যুর জন্য৷

এ ছাড়া আংশিক ভাবে চিরস্থায়ী কোনও আঘাত হলে সাড়ে সাত লাখ টাকা কভার পাবেন৷

কোনও কারণে আহত হয়ে কাউকে যদি হাসপাতালে ভর্তি হতে হয়, তিনি পাবেন ২ লক্ষ টাকা৷

পাশাপাশি, কারোর মৃত্যু হলে দেহ নিয়ে যাওয়ার জন্য একজন যাত্রী পাবেন ১০ হাজার টাকা৷

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন