সইফ-সোহার বোন সাবা কী কাজ করেন?

বাবা ক্রিকেটার, মা শর্মিলা ঠাকুর, ভাই সইফ, বোন সোহা-সহ তাঁদের স্বামী-স্ত্রী-রাও সকলেই অভিনয়জগতের সঙ্গে জড়িত

কিন্তু একমাত্র সাবা আলি খান চিরকাল ক্যামেরা, প্রচার, লাইমলাইট থেকে দূরে। কী করেন তিনি?

পেজ থ্রি-র পাতায় বেশি দেখা না গেলেও সইফ আলি খানের বোন সাবা আলি খান স্বনামেই সুপরিচিত

মনসুর আলি খান পতৌদির দ্বিতীয় সন্তান সাবার জন্ম হয়েছিল ১৯৭৬ সালে মুম্বইতে

More Stories.

হাজার হাজার টাকার ওষুধ নয়, ডায়াবেটিস নিয়ন্ত্রণের নিখুঁত দাওয়াই কাঁচা কলা খান! অবিশ্বাস্য গুণ

ভিমরুল ক্র্যাকার থেকে মাকড়সা ভাজা, টুনা মাছের চোখ থেকে ব্যাঙ! বিশ্বের অদ্ভুত 'জঘন্য' সব খাবার এগুলি

কাঁচা পেঁপে খেতেই হবে! গ্যাস ও বদহজমের মহাওষুধ এটি, জানুন চিকিৎসকের টিপস

ছেলেবেলাটা মুম্বইয়ে কাটলেও খুব অল্প বয়সেই মা-বাবার সঙ্গে দিল্লিতে থাকতে শুরু করেন সাবা

দাদা অথবা বোন সোহার মতো অভিনয় নয়, বরং পেশা হিসাবে অলঙ্কার ডিজাইনিংকেই বেছে নিয়েছেন তিনি

শুধু অলঙ্কার নকশা করাই নয়, সেই সঙ্গে ভোপালে পতৌদি পরিবাররের ট্রাস্ট দেখার দায়িত্বও সাবার

জন্মদিনে করিনাকে অলঙ্কার উপহার দিয়েছিলেন সইফ। সেই জুয়েলারি ডিজাইন করেছিলেন সাবা

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন