আলু খেলে শরীরের উপকারও হয়

আলু খাওয়া নিয়ে নানারকম ধারণা আমাদের মনে আছে, কিন্তু আলু খাওয়াও জরুরি শরীরের জন্য৷

আলুতে থাকে কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন থাকে৷ এ ছাড়া থাকে ক্যালসিয়াম, জিঙ্ক, ফসফরাস থাকে৷

একাধিক গবেষণায় উল্লেখ করা হয়েছে, অতিরিক্ত পরিমাণ আলু খেলে তা স্বাস্থ্যহানী ঘটাতে পারে৷

এ ছাড়া অতিরিক্ত পরিমাণে আলু খেলে শরীরে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে৷ সেদিকেও খেয়াল রাখতে হবে৷

More Stories.

উত্তর কোরিয়ার কিম জং উন-এর বোন! পৃথিবীর ‘নিষ্ঠুরতম মহিলা’কেন তিনি, অবাক করা তথ্য

ডায়াবেটিসে কি কর্নফ্লেক্স খাওয়া বিপজ্জনক? জানুন পুষ্টিবিদের মত

আলুতে  থাকে প্রোটিন, থাকে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম, ফসফরাস, পটাশিয়াম ও সোডিয়াম৷

এ ছাড়াও থাকে সেদ্ধ আলু খাওয়া মগজের বিকাশ ঘটাতে সাহায্য করে৷ মাসল তৈরিতেও সাহায্য করে৷

এ ছাড়া ভিটামিন বি সিক্স ও ভিটামিন সিও প্রচুর পরিমাণে পাওয়া যায়৷ এতে পুষ্টি হয় শরীরে৷

তবে এ কথা সত্যি, আলু খেলে ওজন বাড়তে পারে৷ কারণ, এতে প্রোটিন ও ক্যালোরির পাশে কার্বোহাইড্রেটও থাকে৷

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন