প্রতিদিন কতটা করে হাঁটলে শরীর সুস্থ থাকে

প্রতিদিন হাঁটা ভীষণই উপকারী, এতে হার্ট ভাল থাকে, শরীর ঝরঝরে হয়৷

প্রশ্ন হল, কতটা হাঁটা সঠিক? দিনে কতগুলি স্টেপ হাঁটলে শরীর থাকে সুস্থ? দেখে নেওয়া যাক৷

দিনে অন্তত ১০ হাজার স্টেপ হাঁটা খুবই জরুরি। এতে শরীর-স্বাস্থ্য থাকে ভাল থাকে৷

নতুন গবেষণা দাবি করছে দিনে অন্ততপক্ষে ৭ হাজারটি পা-হাঁটলে মৃত্যুর ঝুঁকি কমে।

More Stories.

আসছে আশ্বিনের পূর্ণিমা, পুণ্যতিথিতে করুন এই কাজগুলি, জীবন ভরে থাকবে অর্থ, সমৃদ্ধি, শান্তি ও সম্পদে

কোন বয়সের পর প্রেগন্যান্সি ঝুঁকিপূর্ণ জানা জরুরি, কলকাতায় ডিম্বাণু সংরক্ষণ হয়? রইল বিশেষজ্ঞের পরামর্শ

'শসা' দিয়েই বাজিমাত...! মাত্র ৫ মিনিটে পালাবে ছারপোকা, তেলাপোকা

রাতে ঘুম যদি ঠিকঠাক না হয়, তা হলে রোজ হাঁটা একান্তই জরুরি৷ আধঘণ্টা হাঁটাই যথেষ্ট৷

প্রতিদিন যদি সবুজ ঘাসে হাঁটা যায়, তা হলেও শরীর অনেকটা ভাল হয়৷

বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন অন্তত ১০ হাজার পা হাঁটলে উপকার হয় অনেকটা৷

যদি ১০ হাজার পা হাঁটা না যায়, লক্ষ্য রাখা উচিত যাতে অন্তত ৮ হাজার স্টেপ হাঁটা সম্ভব হয়৷

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন