সোজা হয়ে শুয়ে ঘুমোন, এমন মানুষের সংখ্যা ৩৮ শতাংশ৷ ঘুমানোর তালিকায় এটি দ্বিতীয়৷
চিকিৎসকরা বলেন, শিড়দাঁড়া সোজা রেখে যাঁরা ঘুমোন, সেটিকে স্বাস্থ্যকর একটি পজিশন বলা হয়৷
কোনও শিঁড়দাড়ার ব্যথা, ঘাড়ের ব্যথা থাকলে, তা কমাতে সাহায্য করে এই পজিশন৷
পরের যে ঘুমানোর ধরণটির কথা বলব, সেটিই সবথেকে জনপ্রিয় একটি ঘুমানোর পজিশন৷
উত্তর কোরিয়ার কিম জং উন-এর বোন! পৃথিবীর ‘নিষ্ঠুরতম মহিলা’কেন তিনি, অবাক করা তথ্য
ডায়াবেটিসে কি কর্নফ্লেক্স খাওয়া বিপজ্জনক? জানুন পুষ্টিবিদের মত
পাশ ফিরে শুয়ে ঘুমানোর বিষয়টি মেনে চলেন বিশ্বের ৫৪ শতাংশ মানুষ, সেটিই সর্বোচ্চ৷
এটি জনপ্রিয় কারণ, এটি স্বাস্থ্যকরে শিড়দাঁড়ার পক্ষে৷ এটি শিড়দাঁড়াকে সঠিক পজিশনে রাখে৷
পৃথিবীর ৭ শতাংশ মানুষ উপুড় হয়ে শুয়ে ঘুমোতে ভালবাসেন৷ এটিকে প্রোন পজিশন বলা হয়৷
তবে এটি সবচেয়ে অস্বাস্থ্যকর একটি পজিশন৷ এর ফলে শিড়দাঁড়া সবচেয়ে কম সাপোর্টে থাকে৷