সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে মাথায় রাখতে হবে এই বিষয়

সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে এই ক'টি বিষয় মাথায় রাখতেই হবে৷ সে গুলি একবার দেখে নিন৷

গাড়ির অবস্থা কী, সেটা দেখে নিতে হবে আপনাকে৷ গাড়িটি ওয়ার্কিং কন্ডিশানে থাকতে হবে৷

প্রতিটি দিক থেকে গাড়িটির বিভিন্ন বিষয় দেখে নিতে হবে আপনাকে৷

গাড়ির মেন্টেনেন্স রেকর্ড ভাল করে দেখে নিতে পারেন৷ কথা বলে নিন৷

More Stories.

'চা' তো 'চাইনিজ' শব্দ! বলুন তো হিন্দিতে চা-কে কী বলে? 'সঠিক' উত্তরটি চমকে দেবে, গ্যারান্টি!

সবুজ এই পাতায় যেন ম্যাজিক! অ্যান্টি-অক্সিডেন্ট-এ ভরপুর, পেটের ব্যথা হয় নিমেষে গায়েব

ব্লাড সুগার বশে রাখতে চান প্রাকৃতিক ভাবে? নিয়মিত পান করুন দারচিনির জল

একবার দেখে নিন, আপনার এই সেকেন্ড হ্যান্ড গাড়িটির কতদূর মেন্টেনেন্স দরকার৷

গাড়ির ইনস্যুরেন্স আছে কি না ভাল করে একবার খোঁজ করে দেখে নিন৷

মনে রাখবেন, গাড়ির বিমা ছাড়া কোনও গাড়ি ব্যবহার করা একেবারে দণ্ডনীয় অপরাধ৷

গাড়িটি কেনার আগে এক বার টেস্ট ড্রাইভ করে নিতে হবে আপনাকে৷ দেখে নিতে হবে৷