'ফুলকপি' খাচ্ছেন? হিতে বিপরীত হলেই কিন্তু মারাত্মক ক্ষতি!

সুস্বাদু এই ফুলকপি সকালের ব্রেকফাস্ট হোক বা রাতের ডিনার সবসময়েই হিট৷  তবে এই স্বাদের খাবার অনেকের ক্ষেত্রেই চরম ক্ষতি ডেকে আনে৷ কারণ সুস্বাদু ফুলকপি স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে৷ তাই খাওয়ার আগে জেনে নেওয়া  দরকার৷

যাদের গ্যাস -অম্বলের সমস্যা রয়েছে তাদের ফুলকপি এড়িয়ে চলাই ভাল৷ অতিরিক্ত ফুলকপি খেলে শরীরের ক্ষতি হতে পারে৷

ফুলকপি খেলে পেটের সমস্যা হতে পারে পাশাপালি গ্যাসও হতে পারে৷

অতিরিক্ত ফুলকপি খেলে কিডনির সমস্যা হতে পারে৷ যারা ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন তাদের জন্যও মারাত্মক ক্ষতিকারক এই সবজি৷ তাই অতিরিক্ত না খাওয়াই ভাল৷

ফুলকপি খেলে পেট ভার হতে পারে৷ এছাড়াও যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে তাদের জন্যও ফুলকপি বিপজ্জনক৷।

গ্যাস, পেটভার, বুকজ্বালা-র মতো সমস্যাও হতে পারে বেশি ফুলকপি খেলে।

ফুলকপি খাওয়ার আগে হালকা ভাপিয়ে জল ফেলে নিলে গ্যাস-অম্বলের সমস্যা কিছুটা হলেও কম হবে।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

Cholesterol