এগরোলে বড় বিপদ! সাবধান

জানেন কী এই লোভনীয় এগরোল আপনার শরীরে ঠিক কী কী অসুখের কারণ

এগরোল তৈরিতে প্রচুর পরিমাণে তেল ব্যবহার হয়। আর এটাই হল সমস্যার মূল কারণ। 

এগরোল তেলে ভাজা হয়! যাতে থাকে স্যাচুরেটেড ফ্যাট যা  রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা অনেকটাই বাড়িয়ে দেয়। তাই হাই লিপিডিমিয়াতে ভুগলে একেবারেই এগরোল নয়! এতে হার্টের সমস্যা বাড়তে পারে!

 এগরোলে প্রচুর পরিমাণে নুন ব্যবহার করা হয়। এতে ব্যবহৃত সসেও থাকে সোডিয়াম! নিয়মিত এগরোল খেলে রক্তচাপ বাড়বে! হাই প্রেসারের রোগীদের জন্য এগরোল একেবারেই খাওয়া ঠিক নয়!

ডায়াবেটিসে ভোগা রোগীদের শরীরে সুগারের মাত্রা সঠিক পরিমাণে বজায় রাখা দরকার! কিন্তু এগরোলে রয়েছে অত্যধিক পরিমাণে ক্যালোরি যা সুগার বাড়ায়। তাই সুগারের রোগীদের এগরোল না খাওয়াই ভাল!

এগরোল বেশি খেলে বাড়বে ওজন। এই খাবারে প্রচুর পরিমাণে ক্যালোরি ও ফ্যাট রয়েছে।

অতিরিক্ত ওজন কমাতে এগরোল খেতে বারণ করছেন বিশেষজ্ঞরা।

তাছাড়া এই রোলে থাকা তেল হার্টের জন্য একেবারেই ভাল না! সুস্থ থাকতে হলে এড়িয়ে চলুন এগরোল!

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন