অন্তঃসত্ত্বায় 'আদা চা' পান করছেন? হতে পারে মারাত্মক বিপদ!

অনেকেই আছেন আদা চা খেয়ে দিন শুরু করেন৷ তবে এই চায়ের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে৷ তবে  গর্ভাবস্থাকালীন আদা চা পান করা শরীরের জন্য কতটা ভাল তা জেনে নিন৷

গবেষণায় দেখা গিয়েছে, নিয়মিত আদা দিয়ে চা খেলে হঠাৎ করে ব্লাড প্রেশার কমে যেতে পারে।

উচ্চ রক্তচাপের ব্যক্তিদের জন্য আদা চা ভাল হলেও, নিম্ন রক্তচাপের ব্যক্তিদের আদা দিয়ে চা না খাওয়াই ভাল।

আদার মধ্যে অ্যান্টি-প্লেটলেট উপাদান রয়েছে যা অতিরিক্ত মাত্রায় সেবন করলে শরীরে রক্তক্ষরণ বাড়িয়ে দিতে পারে।

More Stories.

কিডনিরবলছেন  পাথর গলাতে ঘনঘন বিয়ার খাচ্ছেন? শরীরের ক্ষতি হচ্ছে না তো? জেনে নিন কী চিকিৎসক

রাতে ঘুমানোর আগে দুধের সঙ্গে মিশিয়ে নিন 'এই' জিনিস! তরতরিয়ে কমবে ব্লাড সুগার, ভাল থাকবে হার্ট

বিছানায় শয্যাশায়ী জিনাত আমন! ১০ দিন ধরে ভয়ঙ্কর ফ্লু-তে আক্রান্ত, এখন কেমন আছেন অভিনেত্রী?

আদা খেলে হজমের সমস্যা দূর হয়। কিন্তু অনেক ক্ষেত্রে হিতে বিপরীতও হতে পারে।

গবেষণায় দেখা গিয়েছে, অতিরিক্ত পরিমাণে আদা চা পান করলে বুক জ্বালার কারণ হয়ে দাঁড়াতে পারে।

গর্ভাবস্থায় ঘন ঘন আদা দিয়ে চা পান করার অভ্যাস কিন্তু মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। গর্ভবতীদের দিনে ১৫০ মিলিগ্রামের চেয়ে বেশি আদা খাওয়া উচিত নয়।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন