বেডরুমে ফ্রিজ রাখলেই বিপদ!

জায়গার অভাবে অনেকেই রান্নাঘর বা খাওয়ার ঘরের বদলে শোওয়ার ঘরে ফ্রিজ রাখেন।

অথবা ঘরের মিনি ফ্রিজে খাবার বা পানীয় রাখলে সুবিধা পান।

কিন্তু শোওয়ার ঘরে রেফ্রিজারেটর ইনস্টল করলে অনেক ধরনের ক্ষতি হতে পারে।

ফ্রিজ থেকে যে তাপ নির্গত হয়, তা ঘরের তাপমাত্রা বাড়িয়ে দেয়।

More Stories.

সকাল সকাল বেজি দেখে ফেলেছেন বা ঘরে নেউলের বাসা? বাস্তুতে এর অর্থ জানেন?

পাঁচফোড়ন মুর্গি থেকে তোপসে ফ্রাই, পুরনো দিনের বাঙালি খাবারে বাজিমাত বৈদিক ভিলেজের, জানুন পুজোর মেনু

কুকুরছানাদের ভিড়ে একটি কেবল অন্যরকম! মাত্র ৭ সেকেন্ডে খুঁজে বার করুন তো সেই সারমেয়কে

ঘরে কার্বন ডাই অক্সাইড ছড়িয়ে পড়ার আশঙ্কাও ধীরে ধীরে বাড়তে পারে। ফলে নিদ্রায় ব্যাঘাত ঘটতে পারে।

রেফ্রিজারেটর দিনরাত চলে বলে এটি থেকে একটি গুনগুন শব্দ বের হয়।

ঘুমের সমস্যায় ভুগলে বা ঘুম পাতলা হলে রেফ্রিজারেটরের এই শব্দ আপনার জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারে।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন