সাপ কি সত্যি শুনতে পায় না?
সাপের তো কান নেই। তা হলে সাপ কি সত্যি শুনতে পায় না?
সাপ কিন্তু খুবই সংবেদনশীল। বিশেষ করে কোনওরকম শব্দের ক্ষেত্রে।
সাপ শব্দ শুনতে পায় না ঠিকই। তবে অন্য পন্থায় বোঝার চেষ্টা করে।
আসলে সাপ কম্পন অনুভব করতে পারে।
কম্পন অনুভব করে সাপ বিপদের টের পায়।
বিজ্ঞানীরা মনে করেন, শব্দ কম্পন অনুভব করাটাও অনেকটা শোনার সমান।
সাপ বুকে হেঁটে চলে। ফলে কম্পন অনুভব করা তুলনামূলক সহজ।
সাপ তাদের আশেপাশে কোনওরকম কম্পন অনুভব করলেই সজাগ হয়ে যায়।
সাপের এই সংবেদনশীলতাই বিপদের হাত থেকে রক্ষা করে।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন