এই গাছের গন্ধে পালায় সাপ

সাপ কিংবা বিষাক্ত পোকার উৎপাত অনেক জায়গাতেই থাকে।

অনেক সময়ে দেখা যায়, বিষাক্ত সাপ ঘরের মধ্যে ঢুকে গিয়েছে। এতে সমস্যার পাশাপাশি ক্ষতিরও সম্ভাবনা থাকে। 

গরমের এই সময়ে অনেকের বাড়িতে সাপ ঢুকে যাওয়ার মতো ঘটনা ঘটে। 

ফলে এর থেকে বড়সড় বিপদেরও সম্ভাবনা থাকে।

কিন্তু কিছু গাছ রয়েছে সেগুলি বাড়িতে রাখলেই, সাপ কিংবা বিষাক্ত পোকা বাড়িতে ঢুকবে না। 

এই গাছগুলি থেকে নির্গত গন্ধে বিষাক্ত কীট বাড়ি থেকে পালিয়ে যায়। 

এই গাছগুলি বাড়ির ছোট বাগান থাকলে সহজেই রোপণ করা যায়। কিংবা টবেও রোপণ করা যেতে পারে।

এমন প্রচুর গাছ রয়েছে যেগুলিতে সাপ এবং বিষাক্ত কীট বাড়ি থেকে চলে যায়। যেমন-lemongrass, allium, wormwood ইত্যাদি।

এরম বেশ কিছু গাছে ফুলও হয়। দাবি করা হয় যে, এই গাছগুলির জন্যই সাপ জাতীয় কোনও সরীসৃপ সাধারণত বাড়িতে প্রবেশ করে না

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন