জেনে নিন পালং পরোটার রেসিপি! 

শীতের শাক সবজির মধ্যে পালং শাকের চাহিদা থাকে বেশ অনেকটাই।

আটি প্রতি প্রায় ২০ টাকায় পাওয়া যাওয়াতে  পালং শাকের উপর বাড়তি ঝোঁক বেড়েছে মানুষের 

তবে পালং পানির তো অনেক খেয়েছেন, এবার জেলার নানা প্রান্তের মানুষ তাই ঝুঁকছেন পালং শাকের পরোটা খেতে।

জেলার এক ধাবার রান্নার দায়িত্বে থাকা সেফ জানালেন পালং পরোটা তৈরির পদ্ধতি 

গরম জলে হালকা আঁচে পালংশাকের পাতাগুলিকে মিনিট দুয়েক সিদ্ধ করে নামিয়ে নিতে হবে।

এবার মিক্সির মধ্যে সিদ্ধ করা পালংশাকের পাতা, পাঁচ থেকে ছয় কোয়া রসুন, পরিমাণ অনুযায়ী আদা, কাঁচালঙ্কা ও আন্দাজমতো জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিন।

পালংশাকের মিশ্রণের মধ্যে হাফ চা চামচ জোয়ান, দুই বড় চামচ বেসন, আন্দাজ মতো নুন দিয়ে মাখিয়ে নিন। এরপর কিছুটা ময়দা দিয়ে ও আন্দাজ মত জল ব্যবহার করে হাতের সাহায্যে খুব ভালো করে মাখুন।

এরপর, মাখা ময়দার তাল থেকে লেচি কেটে নিয়ে বেলে নিন। ঘি বা সাদা তেল গরম করে পরোটা উল্টে-পাল্টে মুচমুচে করে ভেজে নিন। ব্যাস হয়ে গেল পালং পরোটা তৈরি।