দাঁত হলুদ হচ্ছে? সময় থাকতে সাবধান হয়ে যান কিন্তু

অনেকক্ষেত্রেই একটা বয়সের পর দাঁতের রঙে কালচে, হলুদ বা বাদামী ছোপ পড়তে পারে। 

চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে বিশেষ কিছু পদ্ধতির মাধ্যমে দাঁতের রঙ পরিবর্তন করা যায়। 

আমরা নিয়মিত যেসব খাবার খাই, সেগুলিই এর জন্য দায়ী। 

খাদ্যাভাস ঠিক না থাকা, সঠিকভাবে ব্রাশ না করা, অত্যাধিক মাউথওয়াশ ব্যবহার করা,

ধূমপানের অভ্যাস, তামাকের ব্যবহার ইত্যাদি নানা কারণে দাঁতের এনামেলের রঙ হারিয়ে যেতে থাকে। 

More Stories.

১ টাকাও খরচ হবে না, কিন্তু আয় করবেন ৪ লাখ টাকা, এই ব্যবসাগুলিতে বিপুল লাভ

সন্তান দত্তক নিতে চান! জেনে নিন সঠিক নিয়ম কানুন

কোনও ঝুঁকি নেই, নেই কোনও টেনশন! পোস্ট অফিসের এই স্কিমে রিটার্ন মেলে দ্বিগুণ

এছাড়াও অত্যাধিক অ্যান্টিবায়োটিকের ব্যবহারও এনামেল ক্ষয়ের অন্যতম কারণ।

দৈনন্দিন জীবনে অত্যধিক রঙিন খাদ্য গ্রহণ, অস্বাস্থ্যকর জীবনযাপন ইত্যাদিও এনামেল পরিবর্তনে সাহায্য করে। 

যাঁদের এই সমস্যা রয়েছে তাঁরা স্কেলিং করিয়ে, নিয়মিত দাঁত পরিষ্কার রেখে বিবর্ণ হয়ে যাওয়ার সমস্যা প্রতিরোধ করতে পারেন।

সেভিংস অ্যাকাউন্টে এই ভুলটি করলে কিন্তু বিপদ! চলে আসতে পারে আয়কর নোটিশ