ডাবের ভিতর জল আছে তো? বুঝুন 'এইভাবে'
ডাব খেলে ফিরে আসবে ত্বকের আর্দ্রতা। শুষ্ক ত্বক থেকে মুক্তি পাবেন সহজেই।
প্রতিদিন একটা করে ডাব খেলে আপনার পেট ঠান্ডা থাকবে। বদহজম কাছে ঘেঁষতে পারবে না।
কোকোনাট সুগারে প্রচুর পরিমাণে ইনিউলিন থাকে যা ডায়েটারি ফাইবার হিসেবে কাজ এবং পেট ভালো রাখে।
এই উপাদান কোলোন ক্যানসার রোধ করে এবং হজম ও মেটাবলিসম ভালো করে যার ফলে ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে।
বড় ডাব হলেই যে জল বেশি এমন নাও হতে পারে
বড় ডাবে মালাই বেশি থাকতে পারে
বেশিরভাগ ক্ষেত্রে ছোট ডাবেই জল বেশি হয়
ডাব বা নারকেল ডিটক্সিংয়ে সাহায্য় করে।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন