কাঁচের জারে সবুজের বাগান! ঘর সাজান টেরেরিয়াম দিয়ে

ঘর সাজানোর জন‍্য টেরেরিয়ামের সৌন্দর্যই আলাদা

অ্যাকোয়ারিয়াম পরিচিত হলেও টেরেরিয়াম কী?

টেরেরিয়াম হল একটি বদ্ধ স্থলভাগে এক স্বয়ংসম্পূর্ণ বাস্তুতন্ত্র 

অল্প জায়গার মধ্যেই যেহেতু এটি বানিয়ে ফেলা যায়

তাই আজকালকার ছোট্ট পরিসরে এটার চল খুব বেশি

ঘর সাজানোর ক্ষেত্রে অনেক সময় একে ‘বটল গার্ডেন’ বলেও উল্লেখ করা হয়

টেরেরিয়াম বানাবার জন্য আপনি যে কোনও আকারের কাচের ফিসবোল, জার বা কাচের অ্যাকোয়ারিয়াম ব্যবহার করতে পারেন

প্রথমে কাচের পাত্রের নীচে হাফ ইঞ্চি মাপের পাথর দিয়ে দেড় ইঞ্চির একটা স্তর বানান। এই স্তরের ওপর অ্যাক্টিভেটেট চারকোলের আর একটা স্তর করুন

এরপর এর ওপর কী ধরনের গাছ রাখবেন তার ওপর নির্ভর করে দুই থেকে তিন ইঞ্চি পুরু মাটির স্তর বানান

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন