শুধু তারকেশ্বর নয়, হুগলিতে রয়েছে আরও এক শিবক্ষেত্র

হুগলীর রত্নাকর নদী সংলগ্ন এলাকায় রয়েছে এক পবিত্র মন্দির যার নাম খানাকুলের ঘন্টেশ্বর মন্দির

সতীপীঠের আদলে এটি নির্মিত, ভক্তদের কাছে ঘন্টেশ্বর মন্দির বরাবরই প্রিয় তীর্থক্ষেত্র

মন্দিরটি দেখতে অপরুপ সুন্দর, মন্দিরের ভেতরের দেওয়ালে সুন্দর নকশা করা

এর কারণ জানতে বটুকবাবু শিমুল গাছের পাশের জায়গায় খনন কার্য শুরু করেছিল, তিনি ভগবান শিবের দেখা পেয়েছিলেন

এরপর ওই এলাকায় আসেন বর্ধমানের জমিদার বংশের সন্তান সড়কনারায়ণ ব্রহ্মচারী

তিনি ধ্যানে বসে জানতে পেরেছিলেন এই অঞ্চলের পাশেই পড়েছিল সতীর দক্ষিণ স্কন্ধ

পরবর্তীকালে সেখানেই স্থাপন করা হয়েছিল এই মন্দির, মাঘ মাসের রটন্তী কালী পুজোতে সন্ধ্যার আগে মায়ের পুজো করা হয় 

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন