এমন প্রজাতির মাছের নাম জানেন কি, যাদের দাঁত এতটাই ধারাল হয় যে তারা একটা কুমিরের হাড় পর্যন্ত চিবিয়ে গুঁড়ো গুঁড়ো করে দিতে পারে?
সম্প্রতি এমনই একটি মাঝের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ মাছটির এক একটা দাঁত যেন এক একটা মোটা ধারাল ছুরি৷ এক বার একসঙ্গে শরীরে গেঁথে গেলে তা ছাড়িয়ে বেরয় কার সাধ্যি!
গবেষকেরা জানাচ্ছেন, শিকারি এই মাছটি আসলে টাইগার ফিশ৷
গবেষকেরা জানাচ্ছেন, শিকারি এই মাছটি আসলে টাইগার ফিশ৷
পৃথিবীতে একাধিক প্রজাতির টাইগার ফিশের দেখা মেলে৷ বিশেষ করে আফ্রিকার বিভিন্ন হ্রদে, মিষ্টি জলের নদীর উপরিভাগে সাঁতরে বেড়াতে দেখা যায় এই দৈত্যাকার মাছেদের৷
আফ্রিকার টাঙ্গানিকা হ্রদ বা কঙ্গো নদীতে সবচেয়ে বড় প্রজাতির টাইগার ফিশ পাওয়া যায়৷
এই প্রজাতির মাছের বিজ্ঞানসম্মত নাম হাইড্রোসাইনাস গোলিয়াথ৷ ডাক নাম গোলিয়াথ টাইগার ফিশ৷
এই প্রজাতির মাছের বিজ্ঞানসম্মত নাম হাইড্রোসাইনাস গোলিয়াথ৷ ডাক নাম গোলিয়াথ টাইগার ফিশ৷
এরা পাঁচ-ছ’জন একসঙ্গে মিলে শিকার করে৷ নিজের আকৃতির শিকার এদের প্রাথমিক লক্ষ্য৷ তবে পারলে নিজের চেয়ে বড় আকারের কুমিরদেরও আক্রমণ করে মেরে খেয়ে ফেলতে পারে এরা৷