পৃথিবীর দীর্ঘতম চুম্বন দৃশ্য কোনটি জানেন?

চুম্বন নিয়ে বলিউডে কম চর্চা হয়নি। এমনকী এও শোনা গিয়েছে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে নিজেদের সামলাতে পারে নি নায়ক-নায়িকারা।

চুম্বন দম্পতিদের সম্পর্ককে মজবুত করে এবং একে অপরের প্রতি মানসিক সংযুক্তিও বাড়ায়।

দর্শকেরা ছবিতে আসলে চুমুর দৃশ্য দেখেন বা বেশিরভাগ সময়েই সৃজনশীলতার মাধ্যমে সৃষ্টি হয়ে থাকে ৷

দীর্ঘতম চুম্বন দৃশ্যের শ্যুটিং কিন্তু হয়েছিল আজ থেকে বহু বছর আগে৷

১৯৩৩ সালে মুক্তি পাওয়া 'কর্মা' সিনেমায় দেখা গিয়েছিল সেই তোলপাড় করা চুম্বন দৃশ্য৷

এখানে মুখ্য ভূমিকায় ছিলেন দেবিকা রানি এবং হিমাংশু রাই।

এই চুম্বন দৃশ্যটি চার মিনিট ধরে শ্যুট করা হয়েছিল।

সেই সময়েই অভিনেতা এবং অভিনেত্রীর বিয়ে হয়। ফলে দুজনেই খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।

খাবারের সঙ্গে রোজ কাঁচা পেঁয়াজ কামড়ে খান?