এ গ্রামে শুধু পুরুষের বাস, মহিলারা তবে কোথায়?

সত্য সেলুকাস, কী বিচিত্র এই দেশ! ভারতের আনাচে-কানাচে এত চমক, সত্যিই অবাক হতে হয়!

যেমন, বিহারের কাইমুর পাহাড়ের অনেকটা উপরের দিকে বারওয়ান কালা নামে একটি গ্রাম রয়েছে। 

এ গ্রামে শুধু পুরুষদেরই বাস। গোটা গ্রামে শুধু পুরুষররাই থাকেন। 

এই গ্রামে নেই কোনও নারী। এই গ্রামের পুরুষেরা কখনও বিয়েও করেন না। চিরকুমার থাকেন।

বারওয়ান কালা গ্রামের পুরুষেরা যে বিয়ে করতে চান না, তা নয়। 

আসলে কোনও মহিলা এই গ্রামের পুরুষদের বিয়ে করতে চান না। 

গত ৫০ বছরে কোনও নারী এই গ্রামের কোনও পুরুষকে বিয়ে করতে রাজি হননি। 

ফলে এ গ্রামের পুরুষরা অবিবাহিতই থেকে যান।

বিহারের কাইমুর পাহাড়ের অনেকটা উপরের দিকে বারওয়ান কালা গ্রাম।

পাহাড়ে চড়াই পথে ওই গ্রামে যাওয়া কঠিন, তাই মহিলারা থাকেন না সেখানে। 

প্রেশারের ওষুধ খান রোজ? শীতে গরম জলে স্নান করছেন?