এই ৩ ঘরোয়া তেলে মাথা ভর্তি ঘন লম্বা চুল পান মাত্র ৭ দিনে
চুল পড়ছে গাদাগাদা? চিন্তা করবেন না! বাড়িতে বানানো এই তিন তেলেই হবে বাজিমাত! মাত্র ৭ দিনে চুল পড়া বন্ধ হবে, নতুন চুল-ও গজাবে
মেথির তেল- অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদানে সমৃদ্ধ মেথি চুলের জন্য ভীষণ উপকারী। মেথি দিয়ে তেল বানিয়ে নিয়মিত মাথায় মাখলে চুল পড়া বন্ধ হবে
মেথির তেল বানানোর জন্য অর্ধেক কাপ মেথি গুঁড়ো করে নিন। এরপর নারকেল তেলের সঙ্গে মেথি গুঁড়ো মিশিয়ে ৩ দিন রেখে দিন।
দেখবেন তেলের রঙ আস্তে আস্তে গাঢ় হচ্ছে। এরপর পাতলা সুতির কাপড়ে তেল ছেঁকে নিলেই তৈরি মেথির তেল
জবার তেল - ৮-১০টি জবা ফুল এবং ২-৩টি জবা পাতা লাগবে। একটি পাত্রে নারকেল তেল গরম গরুন। গরম তেলের মধ্যে জবা ফুল এবং পাতা দিয়ে দিন। হালকা আঁচে বসিয়ে রাখুন।
তেলের রঙ বদলাতে শুরু করলে আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে রাখুন। ঠাণ্ডা হওয়ার পর নামিয়ে ছেঁকে নিন। তৈরি জবার তেল।
পেঁয়াজের তেল-- দু’টি পেঁয়াজ একেবারে মিহি করে বেটে নিন। পেঁয়াজ বাটা থেকে রস বের করে ছেঁকে নিন।
এই তেল নিয়মিত মাথায় মাখলে চুলের জেল্লা ফিরবে, চুল পড়া কমবে।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন