ঘামের দুর্গন্ধ দূর করার অব্যর্থ উপায়

ঘামের ফলে শরীরে দুর্গন্ধের সৃষ্টি হয়, বিশেষ করে আন্ডারআর্মসে।

দুর্গন্ধ দূর করতে আমরা বিভিন্ন পারফিউম, ডিওড্রেন্ট ব্যবহার করে থাকি। সাময়িকভাবে সমস্যার সমাধান হলেও, কোনওটাই স্থায়ী হয় না

কিছু্ ঘরোয়া উপায়ে আন্ডারআর্মসের তীব্র দুর্গন্ধ থেকে স্থায়ীভাবে মুক্তি মিলতে পারে।

শরীরের গন্ধ দূর করতেও নারকেল তেলের জুড়ি মেলা ভার। স্নানের পর শরীরে মেখে নিন নারকেল তেল।

অ্যান্টি-ব্যাক্টেরিয়াল এবং অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্য যুক্ত টমেটোর রস খেলে শরীরে ব্যাক্টেরিয়ার পরিমাণ কমে। টম্যাটোর রস খেলে শরীরের তাপমাত্রা কমে যায়। ফলে ঘাম কম হয়।

স্নানের জলে এক চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। প্রতি দিন না হলেও এক দিন অন্তর বেকিং সোডা মিশ্রিত জলে চান করতে পারেন। ঘাম হলেও শরীর থেকে দুর্গন্ধ বেরবে না।

গোলাপ জল একটি স্প্রে বোতলে নিয়ে প্রতিদিন স্নানের পর লাগাতে পারেন পুরো শরীরে।

একটি তুলোয় আপেল সিডার ভিনিগার ভিজিয়ে হাত ও বগলে লাগিয়ে নিন। তাতে সারা দিন অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে ঘামের গন্ধ।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন