ঘরে ঠিক মতো দই পাততে পারেন না৷ 

আধ লিটার দুধ নিচু আঁচে দুধ জাল দিন৷

দুধ ফুটে উঠলে নামিয়ে নিন৷

দুধের তাপমাত্রা ৩৯ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হওয়া উচিত৷ 

দুধের মধ্যে এক চামচ জমা টক দই মিশিয়ে দিন৷ 

চামচ দিয়ে দুধের মধ্যে দই ভালভাবে মিশিয়ে নিন৷

মাটি, টেরাকোটা, স্টিলের পাত্রে দই জমাতে পারেন

গরমকালে দই জমতে চার থেকে সাত ঘণ্টা সময় লাগে৷ 

গরমকালে দই জমতে চার থেকে সাত ঘণ্টা সময় লাগে৷ 

প্রেশারের ওষুধ খান রোজ? শীতে গরম জলে স্নান করছেন?