তারপর সাদা ভিনিগার আর কিছুটা নুন দিয়ে একটু ঘষে নিলেই দেখবেন একেবারে নতুনের মত পরিষ্কার হয়ে যাবে চাটু।
শুধু পাতিলেবু আর নুন দিয়েই বাসন ঝলকাবে। এর জন্য প্রথমে চাটু গরম করে নিন। তারপর একটু জল আর নুন দিয়ে আঁচ কিছুটা কমিয়ে দিতে হবে।
এর কিছুক্ষণ পর লেবুর খোসা দিয়ে হালকা চেপে ঘষে নিলেই উঠে যাবে চাটুর পোড়া কালো দাগ
একটা ছোট পাত্রে কয়েক চামচ বেকিং সোডা, কিছুটা নুন আর এক চামচ ভিনিগার মিশিয়ে নিন। তারপর স্ক্রাবার দিয়ে এই মিশ্রণ বাসনে মাখিয়ে ঘষলেই চকচকে পরিষ্কার হয়ে যাবে
এককাপ গরম জলের মধ্যে এক চামচ ব্লিচিং পাউডার দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
এই মিশ্রণ দিয়ে পোড়া বাসন ঘষলেই ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে