৩০ টাকা/কেজি দরে টমেটো! কবে থেকে? 

টমেটোর দাম আকাশ ছুঁয়েছে। দেশের অধিকাংশ জায়গায় টমেটো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০০ টাকা দরে

এরই মধ্যে কেন্দ্রীয় সরকার প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি করছে ভর্তুকিযুক্ত টমেটো!

 তবে আরও বড় সুখবর অপেক্ষা করছে মধ্যবিত্ত মানুষের জন্য

শীঘ্রই টমেটো ৩০ টাকা কেজি দরে বিকোবে বলে এবার শোনা যাচ্ছে। কিন্তু কোথায় পাওয়া যাবে এতো সস্তা? 

বিজনেস লাইনের প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টের মাঝামাঝি টমেটোর দাম কমে গিয়ে প্রতি কেজি ৩০ টাকা হতে পারে

শুধু তাই নয়, এরপর একটা সময় গিয়ে স্থিতিশীল হবে টমেটোর ক্রমবর্ধমান দাম। 

এনএইচআরডিএফ- এর ডিরেক্টর পি কে গুপ্তা বলেছেন, শেষ পর্যন্ত স্বাভাবিক স্তরে ফিরে আসার আগে দাম আগামী ১০ দিনের মধ্যে ₹৫০/কেজি স্তরে নেমে আসতে পারে

বস্তুত জুলাই এবং অগাস্ট মাসে প্রায়ই টমেটোর দাম বাড়ে। এর পিছনে কারণ হল বর্ষা। এই মরশুমে টমেটোর উৎপাদন কম হয়।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন