টাকেও গজাবে চুল! ভরসা তিন ভেষজ!

জবার পাতা চুলের বৃদ্ধিতে খুব কাজ দেয়। চুল পড়া আটকায়। নতুন চুল গজাতে সাহায্য করে। 

এক মুঠো জবা পাতা নিয়ে ভাল করে ধুয়ে পেস্ট করে নিন। এর পর সামান্য টক দই মিশিয়ে ভাল করে মাথায় লাগান। ৩০ মিনিট রেখে ভাল করে ধুয়ে নিন।

কারি পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিড্যান্ট থাকে! চুলে পুষ্টির যোগান দেয় এই পাতা।

রাতে মেথিদানা ভিজিয়ে রাখুন। সকালে তার সঙ্গে একটা আমলকি ও কারি পাতা এক মুঠো নিয়ে ভাল করে পেস্ট করে নিন!

কেশুতি পাতা। রাস্তাঘাটে যেকোনও জায়গায় এই গাছ দেখতে পাওয়া যায়! এই পাতা চুল কালো করে।

মাথায় টাক পোকা লাগলে বা টাক পড়লে সেই জায়গাতেও চুল গজাতে সাহায্য করবে!

কেশুতি পাতা তুলে নিয়ে ভাল করে দুয়ে নিন। এর পর বেটে রস বের করে নিন। তারপর সেই রস গোটা চুলের আগা থেকে ডগা লাগিয়ে নিন। ঘণ্টা খানেক রেখে শ্যাম্পু করে নিন।

এর পর মাথায় চুলের গোড়ায় ভাল করে ব্যবহার করুন। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন