২০ টাকার পেটভরা খাবার! কোন কোন স্টেশনে?

দেশের মোট ৬৪টি স্টেশনে আপাতত চালু হয়েছে 'ইকোনমি মিল' পরিষেবা।

উত্তর রেলের ১০টি স্টেশন, পূর্ব রেলওয়ের মোট ২৯টি স্টেশন, দক্ষিণ-মধ্য রেলওয়ের ৩টি স্টেশন, দক্ষিণ রেলের ৯টি স্টেশন ও পশ্চিম রেলের মোট ১৩টি স্টেশনে এই মিল চালু করা হয়েছে

এবার জেনারেল কামরার যাত্রীদের কথা মাথায় রেখে 'ইকোনমি মিল' চালু করেছ রেল কর্তৃপক্ষ।

মাত্র ২০ টাকাতেই এবার জেনারেলের যাত্রী পেট ভরে খেতে পারবেন যাত্রাকালে

শিয়ালদায় এই পরিষেবা থাকবে যাত্রীদের জন্য। তাছাড়াও খড়গপুর, আসানসোল, দুর্গাপুর, রামপুরহাট, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, হিজলিতেও মিলবে এই স্বল্প মূল্য আহারের পরিষেবা

জেনারেল কামরার যাত্রীরা সাধারণত আর্থিক ভাবে সেভাবে স্বচ্ছল হন না। এই কথা মাথায় রেখেই 'ইকোনমি মিল' চালু করা হয়েছে

২০ টাকার 'ইকোনমি মিল'-এর প্যাকেটের মেনু কী কী? ৭টা কচুরি বা লুচি, আলুর তরকারি ও চাটনি বা আচার।

৫০ টাকার একটি কম্বো প্লেটের বিকল্পও রয়েছে। তার মধ্যে আবার হরেক রকমের আলাদা আলাদা বিকল্প রয়েছে।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন