আমেরিকার পারডু বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন বিভাগের অধ্যাপক অ্যালেন বেক বলেন, বিড়াল প্রকৃতির অন্যতম শিকারি প্রাণী।
বিড়ালগুলি সাধারণত শস্যাগার ও শস্য সঞ্চয়ের স্থানে থাকা ইঁদুর মেরে ফেলে বিড়াল। আর তাই হঠাৎ করে বিড়াল হারিয়ে গেলে ইঁদুরের সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পাবে
বিড়ালগুলি সাধারণত শস্যাগার ও শস্য সঞ্চয়ের স্থানে থাকা ইঁদুর মেরে ফেলে বিড়াল। আর তাই হঠাৎ করে বিড়াল হারিয়ে গেলে ইঁদুরের সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পাবে
নিউজিল্যান্ডের একটি গবেষণায় দেখা যায়, দেশটির ছোট একটি দ্বীপে বিড়াল নির্মূল করার পর সেখানে ইঁদুরের সংখ্যা অল্প সময়ের মধ্যে প্রায় চার গুণ পর্যন্ত বেড়ে যায়।
ইঁদুর সামুদ্রিক পাখির ডিমও শিকার করে।
তাই পৃথিবী থেকে যদি সব বিড়াল হারিয়ে যায় তবে ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে সামুদ্রিক পাখির ডিমও ক্ষতিগ্রস্থ হবে।
দামি দামি আমন্ড...? না সস্তার চিনাবাদাম...! কোন 'ড্রাইফ্রুট' খাবেন?