কলার খোসা দিয়ে জুতো পরিষ্কার করুন

জুতোর বয়স হয়েছে? যত চেষ্টাই করেন না কেন, প্রিয় জুতো আর আগের মতো চকচক করছে না?

ফেলে না দিয়ে নতুন কায়দায় জুতো পরিষ্কার করে দেখুন, কাজ দিতে পারে।

কেবল একটি কলার প্রয়োজন। কলের খোসা দিয়েই পুরনো হয়ে যাওয়া জুতো ফের চকচক করে উঠতে পারে।

কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। আর সেই পটাশিয়ামই আপনার ধুঁকতে থাকা জুতোয় প্রাণ আনবে।

More Stories.

ডেঙ্গিতে ছাগলের দুধ, পেঁপে পাতার রসে ভরসা করছেন? ফল হতে পারে মারাত্মক

প্রথমে কী দেখছেন? কাঁটা চামচ নাকি হাত? আপনার চরিত্র বোঝা যাবে উত্তরেই

ঘরে কালো পিঁপড়ে ঢিপি করেছে? এর অর্থ কী? অশুভের ইঙ্গিত নাকি সৌভাগ্যের প্রতীক!

কলার খোসার ভিতরের অংশ, অর্থাৎ সাদা দিকটা দিয়ে চামড়ার জুতোর উপরিতল ঘষে নিন ভাল করে।

তারপর পরিষ্কার এবং নরম কাপড় দিয়ে পুরো জুতোটাকে ভাল করে মুছে নিন।

কলার খোসার অংশবিশেষগুলি ভাল করে ঘষে তুলে নিন। দেখবেন জুতো আবার নতুনের মতো চকচক করবে।

কেবল জুতো নয়, বেল্ট বা ব্যাগের ক্ষেত্রেও ভাল কাজ করে।

কিন্তু মনে রাখতে হবে, চামড়ার জিনিস পরিষ্কারেই কাজ দেয় এই কলার খোসা।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন