মানুন লাল ফুল সংক্রান্ত এই নিয়ম।আসবে সৌভাগ্য...

মানুন লাল ফুল সংক্রান্ত এই নিয়ম।আসবে সৌভাগ্য...

সংসারে সুখ-সমৃদ্ধি ধরে রাখার জন্য গাছগাছালির গুরুত্ব অপরিসীম৷ বাস্তুশাস্ত্রে বিশেষ জোর দেওয়া হয়েছে কিছু ফুল গাছের উপরে৷

যার মধ্যে আবার বিশেষ গুরুত্বপূর্ণ লাল ফুল৷ পণ্ডিতেরা জানাচ্ছেন, লাল ফুল মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের৷

অনেক দিন ধরেই আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছেন? অনেক চেষ্টা করেও কোনও উন্নতি হচ্ছে না! পণ্ডিতেরা বলছেন, এমন ক্ষেত্রে, আপনার অবশ্যই উচিত বাড়িতে জবা ফুলের চারা লাগানো।

শুক্রবার, আপনার বাড়িতে মা লক্ষ্মীর চরণে লাল জবা অর্পণ করুন, ফল নিশ্চই পাবেন৷ ১১টি শুক্রবার একটানা এই ভাবে মা লক্ষ্মীর শ্রীচরণে লাল জবা অর্পণ করলে আর্থিক সঙ্কট দূরীভূত হয়।

জবা ফুল দিয়ে সূর্যদেবকে পুজো করলে ভগবান সূর্যের কৃপা পাওয়া যায়। জলের সঙ্গে জবা ফুল দিয়ে সূর্যদেবকে পুজো দিলে জীবনে উন্নতি আসে।

জবা গাছ বাড়িতে লাগালে বাবার সঙ্গে সম্পর্ক সবসময় ভাল হয়। আপনার রাশিতে যদি সূর্যদোষ থাকে, তাহলে বাড়ির পূর্ব দিকে জবা গাছ লাগান। অবশ্যই উপকার পাবেন৷

যদি ফ্ল্যাটে থাকেন তবে আপনি টবে জবাগাছ রোপণ করুন। এতে সংসার থেকে নেতিবাচক শক্তি দূর হয়।

বাস্তুশাস্ত্র বলে, আপনার মঙ্গল দুর্বল হলে বা বিবাহে দেরি হলে বাড়িতে লাল ফুল গাছ অবশ্যই রাখা উচিত৷ তা যদি লাল জবা হয় তবে সবচেয়ে ভাল৷ এই গাছ শুভ শক্তিকে জীবনে ডেকে আনে৷ বাধা দূর করে।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন