ভুলেও বাড়িতে এই গাছগুলি লাগাবেন না

আমাদের বাড়ির প্রত্যেকটি বিষয়ে বাস্তুর উপর নির্ভরশীল। 

তাই কোনও কিছু সিদ্ধান্ত নিতে গেলে অবশ্যই বাস্তুর সঙ্গে তাল মিলিয়ে নিতে হয়

কিন্তু গাছ রোপণের আগেও সঠিক দিশা কিংবা কোণ গুরুত্বপূর্ণ

এই বিষয়ে বিশেষ তথ্য দিয়েছেন কামেশ্বর সিং দারভাঙ্গা সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের পিজি জ্যোতিষ বিভাগের প্রধান ডঃ কুণাল ঝা। 

তিনি জানিয়েছেন, কিছু গাছের বিষয়ে এই সব জিনিস খেয়াল রাখা উচিত।

লাল ফুলের গাছ, অশ্বত্থ গাছ, কাঁটা যুক্ত গাছের ক্ষেত্রে সঠিক কোণ কিংবা দিশা মেনে চলা উচিত। 

পূর্ব ও দক্ষিণ কোণকে অগ্নি কোণ বলা হয়। এ দিকের বিষয়েও সঠিক জ্ঞান থাকা উচিত। 

ভুল গাছ এই কোণে লাগালে সমস্যা অনেক বাড়বে।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন