খাবার টেবিলে এই জিনিসগুলি নেই তো?
এমনকী খাবার টেবিলে কী রাখা হবে বা হবে না, তা নিয়েও সতর্ক থাকতে হবে।
কোনও ধরনের জিনিসপত্র ডাইনিং টেবিলে রাখা উচিত নয়, সে বিষয়ে জানাচ্ছেন বাস্তু বিশেষজ্ঞ হিতেন্দ্র কুমার শর্মা।
বাস্তু অনুযায়ী, খাবার টেবিল সব সময় বৃত্তাকার বা ডিম্বাকৃতি হওয়া উচিত।
খাবার টেবিলে কোনও ভাঙা বাসন রাখা উচিত নয়। এতে সংসারের অমঙ্গল হতে পারে।
অনেকেই খাবার টেবিল সাজিয়ে রাখার জন্য সেখানে ফুল রাখেন।
কিন্তু খেয়াল রাখতে হবে যে, শুকনো ফুল যেন খাবার টেবিলে না থাকে।
খাবার টেবিল যে ঘরে থাকবে, সেখানে টেলিভিশন না রাখা ভাল।
খাওয়ার পর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা উচিত। এতে সম্পর্কগুলি আরও দৃঢ় হয়।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন