তুলসী গাছের পাশে লাগান এই ৩ গাছ

তুলসী গাছের পাশে লাগান এই ৩ গাছ

যে বাড়িতে তুলসীর পুজো হয়, সেখানে কোনওদিন অর্থের অভাব হয় না৷ থাকে না দারিদ্র্য।

কথিত আছে, তুলসী গাছে দেবী লক্ষ্মী বাস করেন এবং তুলসী ভগবান বিষ্ণুর খুব প্রিয়।

জ্যোতিষ শাস্ত্র অনুসারে, বৃহস্পতিবার বাড়ির চত্বরে কলা গাছ লাগালে সংসারে থাকা নেতিবাচক শক্তি দূর হয়৷ ঘরে পজিটিভ শক্তির আনাগোনা বাড়ে। 

ধর্মীয় বিশ্বাস, কলা গাছে ভগবান বিষ্ণু বাস করেন। প্রতি বৃহস্পতিবার এই গাছের পুজো করলে খুব উপকার পাওয়া যায়।

কলা গাছ সবসময় বাড়ির প্রধান দরজার ডান দিকে এবং তুলসী সবসময় বাড়ির প্রধান দরজার বাঁ দিকে লাগাতে হয়।

জ্যোতিষ শাস্ত্র অনুসারে তুলসীর সঙ্গে শমী গাছ বসালে তা-ও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সেই কারণে, শনিবার শমী গাছের পূজা করা অত্যন্ত শুভ।

ধর্মীয় বিশ্বাস অনুসারে, কালো ধতুরা গাছে ভগবান শিবের বাস। ঘরে কালো ধাতুরার (বেগুনি ধুতুরা) চারা লাগালে জীবনে সুখশান্তি আসে।

বাস্তুশাস্ত্র অনুসারে, তুলসী গাছের সঙ্গে কালো ধুতুরা লাগালে ভগবান শিবের কৃপা বহুগুণ বৃদ্ধি পায়। কালো ধুতুরা সবসময় মঙ্গলবার লাগাতে হয়।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন