রাতে তেতো খেতে নেই কেন
এমন একটি প্রচলিত কথা আমরা শুনে এসেছি একাধিকবারe 2
ছোট থেকেই দিদা, ঠাকুমা, মায়ের কাছ থেকে এই কথা শুনে এসেছেন সকলে।
কিন্তু তার কোনও বৈজ্ঞানিক কারণ আছে কি?
দুপুরে ভাত খাওয়ার শুরুতে তেতো দিয়েই পেটপুজো করতে হয়।
পাতে সবার আগে শুক্তো বা উচ্ছে ভাজা খাওয়া হয়।
এতে নাকি স্বাদ কোরকগুলি উত্তেজিত হয়।
কিন্তু সন্ধ্যার পর তেতো খেলে কি শরীরে কোনও ক্ষতি হতে পারে?
অনেক ডাক্তার এটি মানতে চান না
সামান্য় গ্য়াস অম্বলের সমস্য়া হওয়া ছাড়া এর কোনও ভিত্তি নেই
তবে কারও যদি অসুবিধা হয় তাঁর না খাওয়াই ভাাল
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন