সিঙ্গাড়া-জিলিপিকে ইংরেজিতে কী বলে?
সিঙ্গাড়া-জিলিপিকে ইংরেজিতে কী বলে?
সকালের জলখাবারে হোক, কী বিকেলের স্ন্যাক্স হিসাবে৷ সিঙ্গাড়া-জিলিপি ভালবাসেন না এমন মানুষ পাওয়া রীতিমতো দুর্লভ৷
কিন্তু, কাউকে জিজ্ঞাসা করে দেখুন সিঙ্গাড়া-জিলিপির ইংরেজি কী, অধিকাংশ মানুষই জানেন না৷
হাল্কা বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া৷ এই সময় পকোড়ার দারুণ জমে দায় কিন্তু! ভারতীয় স্ন্যাক্স এই পকোড়াকে ইংরেজিতে বলা হয় 'ফ্রিটার'।
ইংরেজিতে পনিরকে কী বলে জানেন? পনিরের ইংরেজি হল 'ইন্ডিয়ান কটেজ চিজ'।
সকাল বা সন্ধ্যার জলখাবারে মিষ্টি কিছু খেতে ইচ্ছে হলে প্রথমেই যে নামটি মুখে আসে, তা হল জিলিপি।
শুধু শুধু, সিঙ্গাড়ার পাশে,সব ভাবেই জিলিপি আমাদের প্রিয়৷ এই প্রাণাধিক প্রিয় জিলিপিকে ইংরেজিতে বলে 'ফানেল' ( Funnel)
সিঙ্গাড়া বোধহয় ভারতের জাতীয় জলখাবার৷ কিন্তু কেউ সিঙ্গাড়ার ইংরেজি নাম জিজ্ঞেস করুক, ৯০ শতাংশ মানুষই জানেন না৷
সিঙ্গাড়া ইংরেজিতে বলা হয় 'রিসোল' (Rissole)।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন