সবেদার ইংরেজি কী

সবেদা এমন একটি ফল, যা কমবেশি সকলেই খেতে ভালবাসেন। বাজারেও খুব সহজেই পাওয়া এই ফল।

খেতে তো সুস্বাদু বটেই, সবেদার পুষ্টিগুণও নেহাত কম নয়। এটি খেলে শরীরের নানা উপকার হয়। সবেদায় প্রচুর পরিমাণ ভিটামিন এবং খনিজ থাকে।

পটাশিয়ামেরও সমৃদ্ধ উৎস সবেদা। রক্তচাপ নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে এটি।

সবেদা সংক্রমণ রুখতে, ক্ষত সারাতে, কোলাজেন তৈরি করতেও সক্রিয় ভূমিকা পালন করেছে।

যে সবেদার এত গুণ, তার ইংরেজি নাম কি কখনও ভেবে দেখেছেন?

অনেকেই ভাবেন এই ফলের ইংরেজি নাম চিকু। আসলে কিন্তু তা নয়।

সবেদাকে ইংরেজিতে বলে Sapodilla (সাপোডিলা)। একে Sapota-ও (সাপোটা) বলে।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন