বিয়েবাড়ি হোক বা যে কোনও নিমন্ত্রণ। 

কিংবা বর্ষার দিনে নিছকই আড্ডা। চায়ের সঙ্গেও তার জুড়ি মেলা ভার।

একদম ঠিক ধরেছেন। এখানে পাঁপড়ের কথাই বলা হচ্ছে।

কিছু বছর আগেও বাড়িতেই বানানো হত পাঁপড়।

তবে শহরে এখন আর পাঁপড় বানানোর চল খুব একটা নেই।

তার মানে কিন্তু এটা একেবারেই নয় যে পাঁপড় খাওয়া উঠে গিয়েছে।

এখন তো আবার পাঁপড়েরও রকমফের। মশলা পাঁপড়, জিরে পাঁপড়, বিভিন্ন আকৃতির পাঁপড়।

সবচেয়ে বেশি পাঁপড় খাওয়ার প্রবণতা রয়েছে রাজস্থানে।

সে সব তো গেল, কিন্তু পাঁপড়কে ইংরেজিতে কী বলা হয় জানেন?

পাঁপড়কে ইংরেজিতে Papadam, Papad বলা হয়।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন