ISRO-র চেয়ারম্যানের বেতন কত?
বর্তমানে ISRO চেয়ারম্যান পদে রয়েছে এস সোমনাথ।
তিনি একজন মহাকাশ প্রকৌশলী এবং রকেট প্রযুক্তিবিদ।
২০২২ সালের জানুয়ারিতে, তিনি কে. সিভানের জায়গায় স্থলাভিষিক্ত হন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান হিসেবে।
লঞ্চ ভেহিকল সিস্টেম ইঞ্জিনিয়ারিং, স্ট্রাকচারাল ডিজাইন, স্ট্রাকচারাল ডাইনামিকস এবং পাইরোটেকনিক্সের ক্ষেত্রে তাঁর কাজের জন্য সুপরিচিত।
তিনি কমিউনিকেশন স্যাটেলাইটের জন্য GSAT-MKII (F09), রিমোট সেন্সিং স্যাটেলাইটের জন্য GSAT-6A, PSLV-C41 উৎক্ষেপণ যানে কাজ করেছেন।
আপাতত যা জানা যাচ্ছে প্রতি মাসে তাঁর আয় আড়াই লাখ টাকা।
কিন্তু এই টাকাটাও বেসিক পে। এর বাইরেও বিভিন্ন ভাতা রয়েছে।
এর সঙ্গে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধাও থাকে।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন