বাস্তু দোষ ব্যাপারটা আসলে কী?

বাস্তুশাস্ত্র হল একটি প্রাচীন ভারতীয় বিজ্ঞান। 

এটি কোনও বাড়ি বা অন্যান্য স্থানের কাঠামোর সঠিক দিক নির্দেশ করে। 

সেই সঙ্গে বাড়ি বা স্থানের পরিবেশের ভারসাম্য বজায় রাখার নিয়ম জানায়।

বাড়ির পরিবেশ থাকে শুভ ও মঙ্গলময়। 

বাড়ির ভিতরে ইতিবাচক শক্তি বজায় রাখা গুরুত্বপূর্ণ। 

More Stories.

১ টাকাও খরচ হবে না, কিন্তু আয় করবেন ৪ লাখ টাকা, এই ব্যবসাগুলিতে বিপুল লাভ

সন্তান দত্তক নিতে চান! জেনে নিন সঠিক নিয়ম কানুন

কোনও ঝুঁকি নেই, নেই কোনও টেনশন! পোস্ট অফিসের এই স্কিমে রিটার্ন মেলে দ্বিগুণ

কিন্তু বাস্তু মতে, ঘর তৈরির সময় ছোটখাটো ভুলও বড় সমস্যা তৈরি করতে পারে।

বাস্তু হল, বাড়ির বিভিন্ন অংশ ও সেখানে থাকা জিনিসপত্রের সঠিক অবস্থান।

বাস্তু ভুল হলে বাড়িতে নেতিবাচক প্রভাব পড়ে।

সেদিকে আলমারির মুখ থাকলে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটে সংসারে। 

সেভিংস অ্যাকাউন্টে এই ভুলটি করলে কিন্তু বিপদ! চলে আসতে পারে আয়কর নোটিশ