আগে ছিল না এমন, কবে থেকে এবং কেন ক্রিকেটে ৩টি উইকেট চালু হল

বর্তমানে দেশের সবথেকে সবথেকে জনপ্রিয় খেলা ক্রিকেট। এদেশে ক্রিকেট ধর্ম হয়ে উঠেছে।

ক্রিকেটের সরঞ্জামের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল উইকেট। তিনটি উইকেট থাকার পিছনে রয়েছে ইতিহাস।

অনেকেরই প্রশ্ন ক্রিকেটে পিচের প্রতি প্রান্তে তিনটি করে কেন উইকেট থাকে। অর্থাৎ কেন ৩টি উইকেট ব্যবহার করা হয়।

১৬ শতকে ইংল্যান্ডে শুরু হয়েছিল ক্রিকেট খেলা। ১৮৭৭ সালে প্রথম সরকারি ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

More Stories.

দেখে নিন UPI-এর মাধ্যমে পিন ফ্রি পেমেন্ট করার উপায়

মোবাইলের নেশায় পড়াশুনা-ঘুম-কাজ শিকেয়! অভ্যাস কাটবে এক লহমায়! হাতের মুঠোয় লুকিয়ে উপায়

গাড়ির ফিটনেস সার্টিফিকেট নিয়ে নিয়ম বদলাচ্ছে! সরকারের বড় সিদ্ধান্ত

ক্রিকেটের নিয়ম-কানুন সংশোধনের জন্য রয়েছে মেরিলিন ক্রিকেট ক্লাব। এমসিসি-ই ৩০০ বছরের বেশি সময় ধরে ক্রিকেটের আইনের রক্ষক।

ক্রিকেট শুরু সময় থেকে তিনটি উইকেটে খেলা হত না। সেই সময় দুটি উইকেট ও একটি বড় বেল দিয়েই খেলা হত।

অনেক সময় দুটি উইকেটে মাঝ দিয়ে বল চলে গেলে বোঝা যেত না আউট হয়ছে কি হয়নি। তা নিয়ে দেখা দিত সমস্যা।

সেই সময় বিজ্ঞান বা প্রযুক্তির ব্যবহার ক্রিকেটে শুরু হয়নি। যেমন রিভিউ, থার্ড আম্পায়ার, স্নিকো সহ একাধিক বিষয়।

তাই পরবর্তীতে এমসিসি এই নিয়মের পরিবর্তন করে। তখন থেকেই ২টি উইকেটের বদলে তিনটি উইকেট ও ২টি বেলে খেলা শুরু হয়।

নিজেকে সব সময় ক্লান্ত মনে হয়? ৫ খাবারেই মিলবে সমাধান