কলা ফল না  সবজি?

কলা খুবই স্বাস্থ্যকর ফল। কলায় পিউরিনের পরিমাণ খুবই কম।

এর পাশাপাশি এতে রয়েছে ভিটামিন সি, যা এটিকে আরও ভাল খাবার করে তোলে। এর ব্যবহার গাউটের সমস্যা কমায়।

ব্লটিং ও ক্র্যাম্পিং নিয়ন্ত্রণে কলা খুবই কার্যকর। ভিটামিন৬ ও পটাশিয়াম পাওয়া যায় কলায়।

কলার খোসায় ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন, আয়রন ইত্যাদি অনেক পুষ্টি উপাদান রয়েছে। যা ত্বকের জন্য অত্যন্ত  উপকারী।

More Stories.

টাকার অঙ্কের পর ‘Only’ না লিখলে কি বাউন্স হয়ে যাবে Cheque ?

'ছ্যাঁচড়া' ও 'লাবড়া'র পার্থক্য কী বলুন তো? পুজোয় ভোগের সঙ্গে পাঁচমিশালি তরকারিটির নাম আসলে কী

কলা যে ফল সেই বিষয়ে তো কোনও সন্দেহ নেই। কিন্তু কাঁচাকলা আসলে কী সেই নিয়ে খানিকটা দ্বিধা অবশ্য় থাকে।

কাঁচকলা তরকারিতে ব্য়বহার করা হয়। মাছের ঝোল বা শুকতোতেওতেও কাঁচকলা দেওয়া হয়।

সাধারণত রান্নায় দেওয়া হয় বলে কাঁচকলাকে সবজি হিসাবেই ধরা হয়। আর সেক্ষেত্রে পাকা কলা ফল।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন