বলুন তো, কোন রাজ‍্যে বিদ্যুৎ খরচ সবচেয়ে বেশি?

মহারাষ্ট্র ভারতের রাজ্যগুলির মধ্যে বার্ষিক বিদ্যুতের ব্যবহারে শীর্ষে অবস্থান করছে।

গৃহস্থালী, কৃষি, শিল্প, বাণিজ্যিক এবং অন্যান্য সেক্টর জুড়ে সমষ্টিগতভাবে মোট বিদ্যুৎ ব্যবহারে এই রাজ্যই প্রথমে।

২০২২ সালের তথ্য অনুযায়ী, শীর্ষ পাঁচে মহারাষ্ট্রের পর গুজরাত, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু এবং ওড়িশা।

২০২৪ সালের রিপোর্ট অনুযায়ী, দেশে সর্বোচ্চ বিদ্যুতের হারও মহারাষ্ট্রে।

More Stories.

সারাদিন মোবাইলে চোখ? শিশুদের মধ্যে বড় রোগের আশঙ্কা! কীভাবে সুরক্ষিত রাখবেন সন্তানকে

আর নয় স্ক্রিনশট! প্রোফাইল ছবির Screenshot নিয়ে বড় সিদ্ধান্ত WhatsApp-এর, শীঘ্রই ব্লক হবে এই ফিচার

এক দল গিরগিটির মধ্যে কেবল একটিই জিভ বের করে রয়েছে, ৬০ সেকেন্ডে খুঁজে পাবেন

সে রাজ্যে গৃহস্থালী বিদ্যুতের শুল্ক প্রতি ইউনিট ৮.৮০ টাকা।

ভারতের মহারাষ্ট্রে নন-ডোমেস্টিক বিদ্যুতের শুল্ক সবচেয়ে বেশি।

মহারাষ্ট্রের পর তালিকায় ৪ রাজ্য, পশ্চিমবঙ্গ, কেরল, মধ্যপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশ।

ঘরের ঠিক কোনদিকে রাখবেন Air Cooler? ঠান্ডা বাতাসে AC-র মতোই কাঁপুনি ধরবে গরমে