মাথায় দুটি মোড় থাকলে কী হয় ?
মানুষের মাথায় চুলের গড়ন অনুযায়ী মোড় তৈরি হয়। মহিলাদের লম্বা চুলো হলে তা খুব একটা বোঝা যায় না।
কিন্তু পুরুষের চুলের গড়ন এমনই যে তাঁদের মাথায় মোড় স্পষ্ট হয়।
বলা হয় যে, যাঁদের মাথায় দু’টি মোড় তাঁরা দু’টি বিবাহ করে থাকেন। কিন্তু এই ভবিষ্যৎ বাণী কি সত্যি হয়?
এই ঘটনার পিছনে রয়েছে এক অবাক করা ঘটনা। জেনে নেওয়া যাক বিস্তারিত
অনেকের মাথায় দু’টি মোড় থাকে। বয়স্করাও অনেক সময় এই কারণে উদ্বিগ্ন হন। তাঁরা মনে করেন তাঁদের সন্তান বা নাতি-নাতনির জীবনে কোনও সমস্যা হতে পারে।
আবার কেউ বলেন, যাদের দু’টি মোড় রয়েছে তারা দু’বার বিয়ে করে।
সাধারণত বেশির ভাগ মানুষের মাথায় একটিই মোড় থাকে। একটি NHGRI সমীক্ষায় দেখা গিয়েছে, বিশ্বের মোট জনসংখ্যার মাত্র পাঁচ শতাংশের মাথায় দু’টি মোড় দেখা যায়।
প্রকৃতপক্ষে, বৈজ্ঞানিক ভাবে বলতে গেলে, এর পিছনে কাজ করে বংশগতি।
দু’টি পাকানো মোড় যুক্ত চুলের গঠনে প্রধান ভূমিকা পালন করে জিন।
Filকোনও পুরুষ বা মহিলার মাথায় এমন মোড় থাকলে বুঝতে হবে এটি তিনি উত্তরাধিকারসূত্রে পরিবারের কোনও সদস্যর থেকে পেয়েছেন। তবে এতে অস্বাভাবিক কিছু নেই
।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন
আবার কেউ বলেন, যাদের দু’টি মোড় রয়েছে তারা দু’বার বিয়ে করে।