নখে সাদা দাগ কি বড় রোগের ইঙ্গিত?

অনেকেই মনে করেন, দেহে ক্যালসিয়ামের অভাবে এই দাগ দেখা যায়। 

কিন্তু বিষয়টি আদৌ তেমন নয়। মূলত শিশুদের নখে এই ধরনের দাগ দেখা যায়। 

দু'টি কারণে তা হয়। শরীরে পুষ্টির অভাব থাকলে এই দাগ দেখা যায়। 

অথবা রক্তে প্রোটিনের ঘাটতি থাকলেও এমন হতে পারে।

নখে এই ধরনের দাগকে বলা হয় লিউকোনিশিয়া। 

More Stories.

১ টাকাও খরচ হবে না, কিন্তু আয় করবেন ৪ লাখ টাকা, এই ব্যবসাগুলিতে বিপুল লাভ

সন্তান দত্তক নিতে চান! জেনে নিন সঠিক নিয়ম কানুন

কোনও ঝুঁকি নেই, নেই কোনও টেনশন! পোস্ট অফিসের এই স্কিমে রিটার্ন মেলে দ্বিগুণ

শরীরে খনিজের অভাব থাকলেও এই দাগ দেখা যায়। 

তবে এটি সাময়িক। নখ বড় হলে এই দাগ মিলিয়ে যায়।

কিডনি ফেলিওর, নিউমোনিয়া, হৃদরোগের মতো রোগ হলে নখে এই দাগ দেখা দিতে পারে।

আবার অনেক সময়ে ফাঙ্গাল ইনফেকশন, অ্যালার্জি বা নখে কোনও আঘাত থেকেও তা হতে পারে।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন