কেন কালো পোশাক পরতে 'নিষেধ' দেব আনন্দকে? 

যদি আপনাকে কালো রঙের পোশাক না পরার নির্দেশ দেওয়া হয়, তাহলে কী হবে?

এমনই নির্দেশ পেয়েছিলেন অভিনেতা দেব আনন্দ। "কালো পোশাক পরা যাবে না", রীতিমতো আইনি নির্দেশ দিয়ে বারণ করা হয়েছিল দেব আনন্দকে। 

সেই কারণেই আজীবন রঙিন পোশাক পরতে হয়েছে কিংবদন্তী অভিনেতাকে

কালারফুল পোশাকেও স্টাইল আইকন ছিলেন সুপারস্টার দেব আনন্দ। তৈরি করেছিলেন নিজস্ব স্টাইল স্টেটমেন্ট

কেন কালো পোশাক পরতে বারণ করা হয় দেব আনন্দকে?

মিডিয়া রিপোর্ট বলছে, ১৯৫৮ সালে কালা পানি ছবি রিলিজের পর Dev Anand-এর লুক দেখে রীতিমতো পাগল হয়ে গিয়েছিলেন দেশের তরুণীরা। ওই ছবিতে ব্ল্যাক স্যুটে দুর্দান্ত লেগেছিল অভিনেতাকে

সেই সময় নাকি কালো পোশাকে তাঁকে দেখার জন্য রাস্তায় ভিড় জমে যেত। এমনকী ওই রূপে একবার দেব দর্শনের জন্য ছাদ থেকে ঝাঁপ দিতেও দ্বিধা করতেন না তরুণীরা

রিপোর্ট অনুযায়ী, এভাবেই এক যুবতীর মৃত্যু হয়। এই ঘটনার পরেই নাকি দেব আনন্দকে আদালত কালো পোশাক না পরার নির্দেশ দেয়

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন