পড়তে বসে ঢুলতে শুরু করেননি এমন মানুষ কমই আছে

ছেলেবেলায় বাবা-মায়ের কাছে জুটেছে বিস্তর বকুনি

কিন্তু সব কী আর আমাদের হাতে থাকে!

খেলার সময় কিন্তু ঘুম উধাও হয়ে যেত

তাহলে পড়ার সময়েই কেন

এর পিছনে রয়েছে বড় কারণ

এই সময় মাংসপেশি শিথিল হতে শুরু করে

শুধু চোখ ও মস্তিষ্ক কাজ করে বলেই এমনটা হয়

ছোটদের পাশাপাশি বড়দেরও কিন্তু এমনটা হয়

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন