ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। এমন পরিস্থিতিতে যে কোনওভাবে মশার কামড় থেকে বাঁচতে হবে সবাইকে।
তবে জানেন কি, মশা কাদের বেশি কামড়ায়?
২০১৪ সালে একটি গবেষণা জানিয়েছিল, মশার
কামড় কাদের বেশি খেতে হয়!
সেই গবেষণার রিপোর্ট জানিয়েছিল, যাঁদের ঘাম বেশি হয় তাদের মশা বেশি কামড়ায়।
ঘামের সঙ্গে ল্যাকটিক অ্যাসিড ও অ্যামোনিয়ার গন্ধ মশাদের আকৃষ্ট করে।
‘ও’ গ্রুপের রক্ত যাঁদের, তাঁদের মশা বেশি কামড়ায়।
অন্তস্বত্ত্বা হলে মশার কামড় বেশি খেতে হতে পারে।
অন্তস্বত্ত্বা মহিলার শরীরে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ বেড়ে যায়। সেটাই মশাদের আকৃষ্ট করে।
গাঢ় নীল, কালো, লাল রঙের জামা পরলে মশারা আকৃষ্ট হতে পারে।
যাঁদের শরীরের তাপমাত্রা একটু বেশি, তাঁদের মশা বেশি কামড়াতে পারে।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন