সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল ২৫৮০টি মেট্রো রেলের বগি। কেন এমন সিদ্ধান্ত নিয়েছিল নিউইয়র্ক পুরসভা।
ট্রেন বা মেট্রোর বগিগুলি দীর্ঘ দিন ব্যবহার করার পর একটা সময় ব্যবহারের অযোগ্য হয়ে ওঠে। একসময় সেগুলিকে নষ্ট করে দিতে হয়।
কিন্তু ট্রেন বা মেট্রোর কামড়া নষ্ট করতে গলেও অনেক টাকা খরচ করতে হয় প্রশাসনকে। আর সেগুলি কোনও কাজেও লাগে না।
কিন্তু কখনও শুনেছেন বাতিল হওয়া মেট্রোর কোচ সাগরের মাঝখানে ফেলে দেওয়া হয়েছে। অবাক হলেও সত্যি।
২০০১ সাল থেকে ২০১০ সালের মধ্যে তাই একদম অন্য এক উপায় নিয়েছিল আমেরিকার নিউইয়র্কের পুরসভা।
ওই ১০ বছরে দেখা গিয়েছিল মোট ২ হাজার ৫৮০টি মেট্রোর কামরা বাতিল হয়। সেগুলি নষ্ট করলে খরচ হত ২৪৬ কোটি টাকা।
কিন্তু সম্পূর্ণ অন্য পরিকল্পনা নেয় নিউইয়র্ক পুরসভা। মেট্রোর বগিগুলিকে পরিষ্কার করে নিউ জার্সির সমুদ্রে নিয়ে গিয়ে জলে ফেলে দেওয়া হয়।
সমুদ্রের তলদেশে গিয়ে মেট্রোর বগিগুলি কৃত্রিম প্রবাল প্রাচীরের কাজ করে। সেখানে সেগুলির গায়ে ক্রমে গজিয়ে ওঠে প্রচুর গাছপালা।
কোরালদেরও আস্তানাও হয়। বগিগুলির মধ্যে এখন পুরোপুরি শৈবাল গজিয়ে গিয়েছে। যা অনেক সামুদ্রিক প্রাণের বাড়ি হয়ে উঠেছে।
নিউইয়র্ক পুরসভার এই উদ্যোগকে বা মহৎ উদ্দেশ্যকে সেই সময় কুর্নিশ জানিয়েছিল সকলেই। যার ফল এখনও পাচ্ছে সামুদ্রিক প্রাণ।
আরও স্টোরিজের জন্য ক্লিক করুন
ক্লিক করুন