সাপ দেখলে অনেকেই ভয়ে সিঁটিয়ে যান।

অনেকের আবার সাপ সম্পর্কে জানার আগ্রহও থাকে।

কখনও ভেবে দেখেছেন কি, সাপের পা থাকে না কেন!

সাপ এঁকেবেঁকে চলে। সাপ কখনও সোজা চলতে পারে না।

সাপ বুকে ভর দিয়ে চলে। অন্য অনেক সরীসৃপও এভাবেই চলে।

আসলে বহু আগে সাপের পা ছিল। তবে সেটা সময়ের সঙ্গে সঙ্গে বিলুপ্ত হয়ে যায়।

সাপের পূর্বপুরুষ এর জন্য দায়ী। ধীরে ধীরে সাপের সব পা বিলুপ্ত হয়ে যায়।

সাপ সাধারণত গর্তে থাকে। আর গর্তে ঢুকতে সাপকে বুকে ভর দিয়ে চলতে হত।

বুকে ভর দিয়ে চলতে চলতে সাপ পায়ের ব্যবহার প্রায় করত না বললেই চলে।

সময়ের সঙ্গে সঙ্গে পা ব্যবহার না করায় সেগুলি বিলুপ্ত হয়ে যায়।

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন