নিমেষে খুলে যাবে বন্ধ নাক!

শীতের সময় কারও সামান্য সর্দি হলে প্রথমেই তার নাক বন্ধ হয়ে যায়

কয়েকটি ঘরোয়া উপায়েই মুক্তি পাওয়া সম্ভব এই সমস‍্যা থেকে

ঠান্ডার কারণে কারো নাক বন্ধ হয়ে গেলে এক থেকে দুই ফোঁটা হালকা গরম সরষের তেল নাকে দিতে পারেন

গরম জল গরম জলের ভাপ নিলেও বন্ধ নাক খুলে যায়।

শীতকালে বন্ধ নাক খুলতে আদা চা খুবই উপকারী বলে মনে করা হয়

শীতে ঠান্ডাজনিত কারণে নাক বন্ধ হলে মধুর সঙ্গে কালো গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেতে পারেন

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন

শীতে শুষ্ক ত্বক, রুক্ষ চুলের সমাধান করবে ভিটামিন ই! খরচের চিন্তা নেই, পেয়ে যাবেন এইসব খাবারেই